জনস্বাস্থ্য ও দেশের সম্মান রক্ষায় তামাক নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করে তা আইন আকারে কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেতৃবৃন্দ। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রণয়নে বিলম্ব, জনগণের উৎকণ্ঠা’ শীর্ষক সংবাদ সম্মলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান জানান, সরকারকে তামাক নিয়ন্ত্রণ বিধিমালা দ্রুত চূড়ান্ত করতে হবে। শুধু চূড়ান্ত করলেই হবে না, তা বাস্তবায়নও করতে...

